চট্টগ্রাম : নগরীর চান্দগাঁও থানাধীন কাজীর হাট এলাকায় বাসের ধাক্কায় মকবুল হোসেন(৪৫)নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই রাস্তার মাথার কাজীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এস আই (উপ-পরিদর্শক) মো.জহির সিটিজি নিউজকে জানান,সকাল সাড়ে ১০ টার দিকে দুর্ঘটনার শিকার মোখলেসুর রহমান রাস্তা পার হচ্ছিলেন।হঠাৎ একটি বাস এসে তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।নিহত মকবুল হোসেন নগরীর কালুরঘাট এলাকায় বসবাস করতেন বলে জানান এস আই জহির।নিহতের লাশ ময়না তদন্তের হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।