র্যাব জয়পুরহাটে ৮৫ বস্তা সরকারি চালসহ মেহেদি হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে । সোমবার বিকালে জেলার আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়িতে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের গুদাম থেকে চালগুলো জব্দসহ তাকে আটক করা হয়।
আটক মেহেদি হাসান আক্কেলপুর উপজেলার কোলা গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানা গেছে দীর্ঘদিন ধরে মেহেদি হাসান কাঁঠালবাড়িতে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এসব সরকারি চার অবৈধভাবে মজুত রেখে বিক্রি করে আসছিলেন। এরপর অভিযান চালিয়ে এসব চাল জব্দসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।