yyy

চট্টগ্রাম : আজ শনিবার দুপুরে সার্কিট হাউজে ইমামদের সাথে মতবিনিময়কালে প্রশাসনের পক্ষ থেকে এই আহবান জানানো হয়েছে। জঙ্গি সংক্রান্ত কোন তথ্য থাকলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে পৌছে দেওয়ার জন্য মসজিদের ইমামদের প্রতি আহবান জানানো হয়েছে।

এই মতবিনিময় সভায় বলা হয়েছে,  চট্টগ্রামে পিস সংক্রান্ত যত স্কুল,ক্লাব,সংগঠন ও প্রতিষ্ঠান আছে এবং যারা পিস টিভিতে বক্তব্য আলোচনা করতো সকলের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে, আপত্তিকর ও সন্দেহজনক কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও জঙ্গি হামলা প্রতিরোধ বিষয়ে ইমাম /খতিবগণের সাথে মতবিনিময় সভায় চট্টগ্রাম মসজিদ সমূহের ইমাম, খতিব ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ডিসি মেজবাহ উদ্দিন বলেন,পিস টিভি সম্পৃক্ত যে কোান তথ্য আমলে নেওয়া হবে।পিস টিভিতে যারা বক্তব্য দিয়েছেন ,চট্টগ্রামের যারা আলোচক ছিলেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, একই সাথে পিস ক্লাব পিস স্কুল কলেজ এবং ‘পিস’ সংক্রান্ত সকল প্রতিষ্ঠানের ব্যাপারে তথ্য সংগ্রহ করে উপর মহলে পাঠানো হবে।

মেজবাহ উদ্দিন জানান,  তিনি নিজেও পিস টিভি দেখতেন না, এর আলোচনা ও প্রচারিত বিষয়গুলো  বিভ্রান্তিকর মনে হতো।

থ্য আছে কিছু কিছু মসজিদে জঙ্গিদের আনাগোনা আছে উল্লেখ করে তিনি আরো বলেন, মসজিদের ইমাম,খতিবদের নিজ নিজ এলাকার জঙ্গিদের খোঁজ খবর নিয়ে সন্দেহজনক কিছু থাকলে সাথে সাথে প্রশাসনকে জানানোর অনুরোধ করছি।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) রেজাউল মাসুদ বলেন,চট্টগ্রাম জেলায় ১৬টি থানার প্রত্যেকটি এলাকায় পুলিশ সর্তক অবস্থায় আছে, মসজিদ কেন্দ্রিক জঙ্গি তৎপরতার উপর নজরদারি করা হচ্ছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুুলিশের সহকারী কমিশনার(ইন্টেলিজেন্ট) কাজেমুর রশিদ বলেন, নগরীতে ৯ হাজার ১০টি ছোট বড় মসজিদ রয়েছে,  গুরুত্বপূর্ণ মসজিদ গুলোতে পুলিশের নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের কাছে তথ্য আছে মুরাদপুরের একটি মসজিদ ও সিডিএ জামে মসজিদে জঙ্গিদের আনাগোনা আছে এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদেও জঙ্গিরা হাজার  হাজার মোসল্লিদের মাঝে আসা যাওয়া কর, উল্লেখ করেন তিনি।

তিনি এসব মসজিদের জঙ্গিদের কোন তথ্য পেলে ০১৭১৩-৩৭৩২৪৬ নাম্বারে নাম পরিচয় না বলে শুধু তথ্যটা দেওয়ার অনুরোধ করেন।

মতবিনিময় সভায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব,মাওলানা আনোয়ার হোসেন তাহের আল জাবেরী আল মাদানী বলেন, ইসলাম মৌলিকভাবে সন্ত্রাসীদের বিরোধীতা করছে, যারা মসজিদে  নিরিহ মানুষদের নামাযরত অবস্থায় হত্যা করে তারা কিসের মুসলিম । ইসলামের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই।

ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক আবুল হায়াৎ মো.তারেক বলেন,এক সপ্তাহের মধ্যে বাইতুল মোকাররম মসজিদের খুতবার মত চট্টগ্রামের সকল মসজিদে  খুতবা পৌছে দেয়া হবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি খুতবা মনিটরিং সেল গঠন করা হয়েছে। রোববার থেকে প্রতিদিন একটি দুটি উপজেলার কিছু কিছু মসজিদে  মনিটরিং করা হবে।

মতনিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ড.অনুপম সাহা চট্টগ্রামের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031