সিঁধ কেটে চুরির অভিযোগে শাহীন খান নামে এক আওয়ামী লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা টাঙ্গাইলের নাগরপুরে । শুক্রবার গভীর রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাশেম মিয়ার বাড়িতে সিঁধ কেটে চুরি করতে গেলে এ ঘটনা ঘটে।

শাহীন খান ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি এবং সাবেক ইউপি সদস্য। শাহীন একই গ্রামের মৃত ছামু খানের ছেলে।

মুক্তিযোদ্ধা হাশেম মিয়ার ছেলে ওসমান গনি বলেন, শুক্রবার রাতে বাড়ির পাশের জমিতে ইরি স্কিম থেকে জমিতে পানি দিয়ে বাড়িতে এসে টর্চের আলো জ্বালালে শাহীনকে দৌড়ে পালাতে দেখি। এসময় আমি ও আমার পরিবারের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পালানোর সময় তাকে ধরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে গ্রামবাসী শাহীনকে পিটিয়ে গাছের সাথে বেঁধে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ শাহীনকে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে এর আগেও একাধিকবার চুরির অভিযোগ রয়েছে রয়েছে বলেও জানান এলাকাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল হোসেন মোল্লা বলেন, ঘটনাটা আমি শুনেছি। ঘটনাস্থলে স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।

নাগরপুর থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, একজনকে পিটিয়ে আহত করার খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠান। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031