ভ্রাম্যমাণ আদালত বাগেরহাটের চিতলমারীতে ১৬ এপ্রিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ৯২ লিটার সয়াবিন তেল জব্দ করে দোকানদারকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে। অভিযুক্ত দোকান মালিক উপজেলা টিসিবির ডিলার ও বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর উকিলের কাছ থেকে জব্দ তেল ক্রয় করেছেন বলে জানান। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এ প্রেক্ষিতে চিতলমারী আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহত প্রদান করেন।
গতকাল বৃহস্পতিবার আবির স্টোরের কর্মচারী আব্দুল্লাহ কাজী জানান, তারা টিসিবি’র এই তেল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝির নিকট থেকে কিনেছেন। মিলন মাঝি চিতলমারীতে একমাত্র টিসিবির ডিলার জাহাঙ্গীর উকিলের সহকারী।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম জানান, বাজারে অভিযানকালে আবির স্টোরের গোডাউনে আমরা টিসিবির ৯২ লিটার ভোজ্যতেল পাই। যা বিক্রয় সম্পূর্ণ বে-আইনি। দোকান মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।