পুলিশ আওয়ামী লীগের এক নেতার গোডাউন থেকে সরকারি ত্রাণের ২৫৬ বস্তা চাল উদ্ধার করে বরিশালের বানারীপাড়া । শুক্রবার সকালে এই উদ্ধার অভিযানের পরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ইউসুফ আলীকে ভ্রাম্যমাণ বিচারের মুখোমুখি করে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ সাদীদ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করছিলেন। এ সময় উপজেলার উত্তরপাড় বাজারে নামবিহীন একটি দোকানে অভিযান চালিয়ে দেখা পান সেখানে খাদ্য অধিদপ্তরের বস্তা খুলে চাল ফ্লোরে ফেলা হচ্ছে। উপস্থিত মালিক ইউসুফ আলী স্বীকার করেন, তিনি কাবিখার চাল কিনে বাজারজাত করার জন্য বস্তা পরিবর্তন করছেন। মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বরাদ্দকৃত খাদ্যশষ্য ক্রয়বিক্রয়যোগ্য নয় বিধায় মোবাইল কোর্টের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারায় তাকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ইউসুফ আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |