ঢাকা : আদালত রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহত পাঁচ জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন। একইসঙ্গে তাদের অস্থিমজ্জা ও রক্তমাখা জামাকাপড় আলামত হিসেবে জব্দ করারও অনুমতিও দেয়া হয়েছে।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগীর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ুন কবীরের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট নুরুন নবী আবেদন মঞ্জুর করেন।
পাঁচ জঙ্গি হলেন- মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল ও সফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল।
এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের ভারপ্রাপ্ত উপ-কমিশনার আমিনুর রহমান বলেন, মামলার তদন্তের স্বার্থে পাঁচ জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাদের পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার অনুমতি চাওয়া হয়েছে। একইসঙ্গে তাদের অস্থিমজ্জা সংরক্ষণের আবেদন করা হয়েছে। এজন্য পরিবারের সদস্য এবং পাঁচ জঙ্গির ডিএনএ এর নমুনা সংগ্রহের আবেদন করা হয়েছে। এছাড়া জঙ্গিদের রক্ত, চুল ও জামাকাপড় আলামত হিসেবে জব্দ করার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে তিন বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। পরদিন সকালে সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন থান্ডারবোল্ড চালিয়ে পাঁচ জঙ্গিকে হত্যা করা হয়। অভিযানে একজন জাপানি, দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ৪ জুলাই গুলশান থানায় হত্যা মামলা করে পুলিশ।