আশুলিয়ায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ভবনের ছাদের রেলিং ধসে সাব্বির হোসেন (২৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে সাভারের । বুধবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট মৌসুমী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির শেরপুর সদর উপজেলার সামির উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার পশ্চিম ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালাতেন।
স্থানীয়রা জানায়, মৌসুমী মার্কেট এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য গিয়াস উদ্দিনের নির্মাণাধীন পাঁচ তলা ভবনের সামনে দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন রিকশা চালক সাব্বির। এসময় ওই ভবনের ছাদের রেলিং ধসে পড়ে। ধসে পড়া রেলিংয়ের কিছু অংশ রিকশাচালক সাব্বিরের উপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ওই ভবনের মালিকসহ তার পরিবারে সকল সদস্য পলাতক রয়েছেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, ওই রিকশাচালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ভবনের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।