এবার কর্মহীন শ্রমজীবী মানুষের তালিকা করে শুধু তাদের কাছেই এই ওএমএসের চাল বিক্রি করা হবে। এপ্রিলেই আবার ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি ফের চালু হচ্ছে। এজন্য তালিকা তৈরির কাজ চলছে। খাদ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানা গেছে। দেশের বিভিন্ন স্থানে ওএমএসসহ খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত ও চুরি হওয়া চাল আটকের পর গত ১৩ এপ্রিল খাদ্য মন্ত্রণালয় এই কর্মসূচি স্থগিত করে।
খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রী যাদের চাল দিতে বলেছেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। জেলা প্রশাসকদের স্থানীয় জনপ্রতিনিধি ও খাদ্য বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে এই তালিকা করতে বলা হয়েছে। তালিকা করার পর এই তালিকা ধরেই চাল বিক্রি করা হবে। এই মাসের মধ্যেই তালিকার কাজ শেষ হবে এবং আবার চাল বিক্রি শুরু হবে বলে জানা গেছে।।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |