একে অপরকে অনলাইন যুগে কিছুদিন পরপরই একেক ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন । করোনাকালে ঘরবন্দি অবস্থায় সম্প্রতি শাড়ি চ্যালেঞ্জ ও ডালগোনা কফি চ্যালেঞ্জ চলছিল। কিন্তু এই দুর্যোগকালীন অবস্থায় একটু ভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করুন। বাড়িতেই সবজি চাষ করে সবাইকে চমকে দিন এবং নিজেরাও তাজা সবজি খান।
ভারতের কেরালা রাজ্যে সম্প্রতি শুরু হয়েছে করোনায় ঘরবন্দি অবস্থায় বাড়িতে সবজি চাষের চ্যালেঞ্জ। এর নাম দেয়া হয়েছে স্থানীয় ভাষায় ‘দ্য মারাসেনা’ (বৃক্ষ সেনা)। ওই রাজ্যের প্রতি বাড়ি যেন এই চ্যালেঞ্জ গ্রহণ করে ৮০ জন মডাটেররের সামাজিক মাধ্যমে একটি গ্রুপ তৈরি করা হয়েছে।
এই চ্যালেঞ্জে অংশ নিতে বাড়ির আঙিনায় বা যেকোনো জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের সবজির বিজ বপন করতে হবে। তারপর তিন দিন পরপর তার ছবি তুলে গ্রুপে পোস্ট করতে হবে। এই চ্যালেঞ্জ ভারতের কেরালায় শুরু হলেও এটি তারা বিশ্ববাসীর জন্যও খুলে দিয়েছেন। বিশ্বের যেকোনো জায়গা থেকে এই চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের কাছে ছবি পাঠাতে পারবেন।
এই গ্রুপের অন্যতম সদস্য জয়রাজ মিত্র বলেন, প্রতিটি পরিবার ইচ্ছা করলে একটি হলেও গাছ চাষ করতে পারেন।
বাড়িতে সবজি চাষের কাজে নিতে পারেন শিশুদেরও। এতে তাদের ঘরবন্দি অবস্থার হতাশা কেটে যাবে এবং তারা অনেকবেশি আনন্দিত হবে। এছাড়া তারা বাগান করা, মাটি এবং সৃষ্টি ও জীবন সম্পর্কে অনেক সুন্দর ধারণা পাবে। জয়রাজ মিত্র বলেন, আমরা একটি মেসেজ সবাইকে দিতে চাই যে, এই সময়ে আপনার খাদ্য আপনিই চাষ করে নিতে পারেন।
এছাড়া যারা এপার্টমেন্ট বা ফ্লাট বাসায় থাকেন তারাও এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। বারান্দায় বা ছাদে সবজি চাষ করতে পারেন তারা। ছোট আকারের গাছওয়ালা সবজি খুব সহজেই বারান্দায় বা ছাদে টবে চাষ করা যায়। আর বিজের জন্য বাজারে ছোটার প্রয়োজন নেই। বাড়িতে রান্না করা বিভিন্ন সবজির ফেলে দেয়া বিজ থেকেই শুরু করতে পারেন এই তুলনীয় কাজটি।