ঢাকা : এবার পেলে একটি নয় দুটি নয় গুনে গুনে তিনটি বিয়ে! ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে এবার নিজের তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন। আজ রাতেই বিয়ের পিঁড়িতে বসছেন ৭৫ বছরের এই ফুটবল সারথি।
পাত্রী জাপানি বংশোদ্ভুত মার্সিয়া সিবেলে আওকি৷ পেশায় একজন মেডিসিন ব্যবসায়ী৷ পেলের চেয়ে ২৫ বছরের ছোট মার্সিয়া৷ দীর্ঘ ছয় বছর ধরে চুটিয়ে প্রেম করছেন দু’জন। শেষমেশ ৫০ বছরের এই রমণীকে জীবনসঙ্গী করতে চলেছেন পেলে৷
বিয়ের অনুষ্ঠান হবে সাও পাওলো বন্দরের গুয়ারুজাতে৷ অনুষ্ঠানে আত্মীয় স্বজনের সঙ্গে উপস্থিত থাকবেন ভক্তরাও।
১৯৮০ সাল। নিউইয়র্কে মার্সিয়ার সঙ্গে প্রথম পরিচয় হয় পেলের। সে থেকে মন দেয়া নেয়া শুরু। ক্রমেই পেলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মার্সিয়ার৷
এদিকে পেলের প্রথম পক্ষের স্ত্রী রোজিমেরি ছোলবির ঘরে পেলের তিন সন্তান৷ দ্বিতীয় পক্ষে আরও দুটি সন্তান৷ আগের দুই বউয়ের সঙ্গে ছাড়াছাড়িও হয়ে যায় পেলের।
মার্সিয়া-পেলের বিয়েটা আরও আগে হওয়ার কথা থাকলেও পেলের অসুস্থতার কারণে পিছিয়ে যায়৷ যদিও এখনও পেলে সম্পূর্ণ সুস্থ নন বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসকরা৷ তারপরও বর সাজতে মুখিয়ে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার!