করোনা উপসর্গ নিয়ে হাতপাতালে ভর্তি ১০ জন সিলেটে । সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়েছেন তারা। এ কারনে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। পর্যাক্রমে হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষাও। তবে- সোমবার দিন ও রাতে মিলে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৭৯ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। অথ্যাৎ কেউ করোনা আক্রান্ত নয়।
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল হচ্ছে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল।
এই হাসপাতালে বর্তমানে সুনামগঞ্জের একজন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। সোমবার পর্যন্ত হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন ৭ জন রোগী। রাতের মধ্যে আরো ৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে এখন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন- হাসপাতালে রাতে করোনার উপসর্গ থাকায় নতুন করে তিন জনকে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ভর্তি থাকা রোগিদের মধ্যে ৫ জন নারী ও ৫ জন পুরুষ।
এদিকে- ওই হাসপাতালে ভর্তি থাকা করোনা আক্রান্ত প্রসূতি মহিলা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। তবে- নবজাতককে রাখা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তার করোনা পরীক্ষা করা হবে জানিয়েছেন চিকিৎসকরা।