উপজেলা প্রশাসন জামালপুরের সরিষাবাড়ীতে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক স্বপনের ডিলারশিপ বাতিল করেছে।
আব্দুর রাজ্জাক স্বপন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ডিক্রিরবন্দ ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি।
সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার ডোয়াইল ইউনিয়নের ডিক্রিরবন্দ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাক স্বপন চাল ওজনে কম দিচ্ছিলেন। দুই ব্যক্তির চাল ওজন দিলে বিষয়টি হাতেনাতে প্রমাণিত হয়। এজন্য তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
বিষয়টি অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাক স্বপন মুঠোফোনে জানান, আমি নিজেই খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করতে অপারগতা জানিয়ে ডিলারশিপ ছেড়ে দিয়েছি।