তেল কম উত্তোলনে একমত হয়েছে সৌদি আরব ও রাশিয়ার নেতৃত্বাধীন বৃহৎ তেল উৎত্তোলনকারী দেশগুলো প্রতিদিন ৯৭ লাখ ব্যারেল। করোনা ভাইরাস মহামারিতে বিশ^জুড়ে জ¦ালানি বাজার টিকে থাকার লড়াই করছে। এরই প্রেক্ষিতে রোববার ওই সিদ্ধান্তে আসে ওপেক ও তেল উত্তোলনকারীরা। জি-২০ ভুক্ত জ¦ালানি বিষয়ক মন্ত্রীদের মধ্যে দু’দফা ভিডিও কনফারেন্স ও একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। তিন দিন এ নিয়ে তাদের মধ্যে কঠোর যুক্তিতর্ক হয়। ইতিহাসে সবচেয়ে বৃহৎ তেল সংক্রান্ত ওই চুক্তি তারপরও ঝুলে ছিল। এক্ষেত্রে হস্তক্ষেপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি এক্ষেত্রে মেক্সিকোর জন্য একটি বিশেষ টার্ম ব্যবহার করেন।
এক্ষেত্রে তারা ওপেকভুক্ত সদস্যদের তুলনায় অনেক কম তেল উত্তোলন করবে। এই চুক্তিকে ‘গ্রেট’ আখ্যায়িত করে সৌদি আরবের বাদশা সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ওপেক প্লাসের সঙ্গে তেল বিষয়ক বড় একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে জ¦ালানিখাতে হাজার হাজার কর্মসংস্থান রক্ষা হবে। এ মিটিংয়ে সভাপতিত্ব করেন সৌদি আরবের জ¦ালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুযেত এপ্রিলে অনেক বেশি তেল উত্তোলন করেছে। তাই প্রতিদিন তেল উত্তোলন এক কোটি ২৫ লাখ ব্যারেল কমিয়ে আনা উচিত। সংযুক্ত আরব আমিরাতের জ¦ালানিমন্ত্রী সুহেইল আল মাজরুই বলেছেন, তার দেশ এখন দিনে উত্তোলন করে ৪১ লাখ ব্যারেল তেল। এই উত্তোলন তারা কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈশি^ক বাজারে অশোধিত তেলের দাম শতকরা কমপক্ষে ২০ ভাগ পতন হয়েছে। এর প্রেক্ষিতে ১লা মে থেকে বৈশি^ক বাজারের জন্য তেল উত্তোলন শতকরা ১০ ভাগ কমিয়ে আনা হবে। তথ্যসূত্র আরব নিউজ