বেসরকারি গবেষণা সংস্থা (সিপিডি) চাল চোররা যাতে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে সে ব্যাপারে সরকারকে আরো সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছে । সোমবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন সংস্থাটির ফেলো মুস্তাফিজুর রহমান।
করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন খাতের জন্য সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে; যা ব্যাংকের মাধ্যমে বিতরণ হবে। কিন্তু ব্যাংকি খাতে সুশাসনের অভাব রয়েছে। ব্যাংকের মাধ্যমে সঠিকভাবে সরকার ঘোষিত প্রণোদনার অর্থ বিতরণ নিয়ে সংশয় প্রকাশ করেছে সিপিডি।
সাম্প্রতিক সময়ে সরকারি ত্রাণের চাল চুরি হচ্ছে, এবিষয়ে সিপিডির অবস্থান কি? জবাবে সংস্থাটির ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, এই ক্রান্তিকালে চাল চোরদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। আইনের ফাঁক দিয়েও যেন তারা বের হতে না পারে। সে ব্যাপারে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানান তিনি।
এর আগে গত ১২ই এপ্রিল কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল তৈরি করবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তহবিল থেকে কৃষি খাতে যুক্তদের অল্প সুদে ঋণ দেয়া হবে।
ঋণে সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ।
এছাড়া করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দাবস্থা মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।