এবার ৬০ বছরের এক বৃদ্ধার করোনা টেস্ট পজেটিভ এসেছে বরিশালে । তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টরকিতে। এ নিয়ে তিনজন করোনা রোগি শনাক্ত হল। জানা গেছে অসুস্থ্য হয়ে ঐ বৃদ্ধা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা করোনা উপসর্গ দেখতে পেয়ে ঢাকায় পরীক্ষার জন্য পাঠান। আজ তার রিপোর্ট পজেটিভ এসেছে। এ ঘটনায় টরকিতে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন একাধিক বাড়ি লকডাউন করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য গতকাল বরিশাল শেবাচিমে ২ জন করোনা আক্রান্তের রিপোর্ট পজেটিভ হওয়ায় পুরো জেলা লকডাউন ঘোষণা করা হয়।