ঢাকা : আবারো ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল। তবে এবার রাজনৈতিক উদ্দেশ্য নয়,আসছেন সন্ত্রাস ও জঙ্গি দমনের বিষয় নিয়ে। শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিশা দেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান মারা যাওয়ার ঘটনায় মে মাসে ঢাকায় এসেছিলেন নিশা দেশাই। দুই মাসের ব্যবধানে ঢাকায় এটি তার দ্বিতীয় সফর।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় বাংলাদেশি বংশোদ্ভুত একজন আমেরিকানসহ ১৮ জন বিদেশিসহ ২৮ জন নিহত হন। এ ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত চলাকালে ঈদগাহের অদূরে পৃথক সন্ত্রাসী হামলায় দুই পুলিশসহ চারজন নিহত হন। এ ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যালার্ট) নোটিশ জারি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে আজ শুক্রবার তা বাড়িয়ে বাংলাদেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা নোটিশ (ট্রাভেল ওয়ার্নিং) জারি করে দেশটি। এ পরিপ্রেক্ষিতে নিশা দেশাইয়ের এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।