আওয়ামী লীগ নেতার বাড়িতে চালের গাড়ি যাচ্ছিলো স্বেচ্ছাসেবকলীগ নেতার গুডাউন থেকে। পথে বিপত্তি ঘটিয়েছেন আওয়ামী লীগেরই আরেক নেতা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ টাকা কেজির চাল সরিয়ে নেয়ার এই ঘটনা ধরা পড়েছে রোববার সকালে।
বিজয়নগরের রানওয়ে বাজারের ডিলার শাহিন মিয়ার এখান থেকে ১৪ বস্তা চাল একটি অটোতে করে নিয়ে যাওয়ার সময় দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক তাবরিজ সরকারের নেতৃত্বে স্থানীয়রা আটক করে। খবর পেয়ে ওই এলাকার ইউপি সদস্য হুমায়ন মিয়া ও আক্তার মিয়া ঘটনাস্থলে আসেন। তাবরিজ সরকার জানান, অটো চালককে জিজ্ঞাসা করলে সে জানায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ডিলার শাহিন মিয়া এ চাল বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের বাড়িতে রেখে আসতে পাঠিয়েছেন। পরে আমরা ইউএনওকে বিষয়টি অবগত করি। প্রশাসনের লোকজন এসে চালগুলো উদ্ধার করে উপজেলায় নিয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার বলেন, আমি খবর পেয়ে দ্রুত লোক পাঠিয়েছি। চালগুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে। চাল চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ওদিকে আশুগঞ্জে সরকারী বরাদ্দের ৯’শ কেজি চালসহ ৫ জনকে আটক করা হয়েছে। এরা হচ্ছে আড়াইসিধা ভবানীপুর এলাকার শাহজাহান, শাহাবুদ্দিন, আল আমিন,ফারুক মিয়া ও নাজমুল হক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।