করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় লকডাউন আর যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে খাদ্যাভাব যেন না হয়, সেজন্য যারা খাদ্যশস্য উৎপাদন করবেন (কৃষক) তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কার্যকরী করতে তৃণমূল ও স্থানীয় জনপ্রতিনিধিদের যার যার স্ব স্ব গ্রাম বা ইউনিয়নে তালিকা করে দ্রুত ইউএনওকে দেওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
রবিবার প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এই পরামর্শ দেন।
প্রতিমন্ত্রী লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন যে কৃষি শ্রমিকরা অন্য অঞ্চলে যান ফসল কাটতে তাদের সেখানে যাওয়ার ব্যবস্থা করার জন্য।
শাহরিয়ার আলম লিখেছেন, আপনারা যারা তৃণমূলে স্থানীয় জনপ্রতিনিধি আছেন তারা স্ব স্ব গ্রাম বা ইউনিয়নে তালিকা করে দ্রুত ইউএনও দের দিবেন এবং প্রয়োজনে স্থানীয়ভাবে গাড়ি ভাড়া করবেন। তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে এবং গন্তব্যস্থানে যাওয়ার সার্বিক ব্যবস্থা করা হবে।
এইক্ষেত্রে সকল স্বাস্থ্যবিধি মেনেই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজগুলো করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।