টিভি ও অনলাইন মিডিয়ার মাধ্যমে দেশের ও দেশের বাইরের করোনাভাইরাসের প্রতি মুহূর্তের খবর আমরা জানতে পারছি । এর জন্য নিশ্চয়ই গণমাধ্যমকর্মীদের কাজ বেড়েছে। বর্তমান অবস্থায় তাদের ঝুঁকিও অনেক বেড়েছে। কারণ পেশাগত কারণে ঘরের বাইরে তাদের যেতে হচ্ছে। এমনকি খবর সংগ্রহে ছুটতে হচ্ছে করোনা আক্রান্ত এলাকায় এবং হাসপাতালেও।
সরেজমিন কাজ করতে গিয়ে এরইমধ্যে ইন্ডিপেনডেন্ট ও যমুনা টেলিভিশন এবং দৈনিক বাংলাদেশের খবর-এর তিন জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের কারণে এই হাউসগুলো ঝুঁকিতে আছে।
একইভাবে সংক্রমণ ঝুঁকিতে পড়েছে তাদের পরিবারও। একটি বিষয় ভালো লেগেছে, আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে তাদের নিজ নিজ হাউস। তাদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে সমস্ত মিডিয়া।
আক্রান্ত ৩ সাংবাদিকের প্রতি আমার শুভ কামনা। আশা রাখি, সুস্থ হয়ে তারা আবার নিজ নিজ কাজে নিয়োজিত হবেন।
মিডিয়ার মানুষরা আক্রান্ত হওয়ার খবর এলেও সাংবাদিক সমাজ পিছিয়ে থাকেনি। তারা আমাদের তথ্যের চাহিদা মেটাতে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।
তবে সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ, তারা যেন সতর্কতার সঙ্গে বাইরে কাজ করে। কারণ মিডিয়ার মানুষরা আক্রান্ত হতে থাকলে আমাদের খবর জানার সুযোগ রুদ্ধ হয়ে যাবে।
যেসব গণমাধ্যমকর্মী করোনাভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান প্রতিকূল অবস্থার মধ্যেও কাজ করে যাচ্ছে, তাদের প্রতি আমার অন্তরের ভালোবাসা ও অভিবাদন।