যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ম্যালেরিয়ার ওই ওষুধ পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন। ট্রাম্পের হুমকির পর ভারত যুক্তরাষ্ট্রে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর অনুমতি দিয়েছিল। সেই চালান যুক্তরাষ্ট্রে পৌঁছেছে।
রবিবার নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরে অবতরণ করে ওষুধ বোঝাই বিমান। ভারত থেকে ৩৫ লক্ষ ৮২ হাজার হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট চেয়েছিল যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে সেদেশে ওই ট্যাবলেট তৈরির জন্য ৯ মেট্রিক টন উপাদানও পাঠানো হয়েছে।
গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, হাইড্রক্সিক্লোরোকুইন না পেলে ভারতকে তার ফল ভোগ করতে হবে। তার চব্বিশ ঘণ্টার মধ্যে, মঙ্গলবার হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে আসার কথা ঘোষণা করে নয়াদিল্লি। জানিয়ে দেওয়া হয়, করোনার মতো অতিমারিতে যেসব দেশ বেশি ক্ষতিগ্রস্ত, তাদের ওই ওষুধ সরবরাহ করা হবে। এই পরিস্থিতিতে মানবতার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ নিয়ে ভারতকে অভিনন্দনও জানান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় ভুমিকা নিতে পারে ম্যালেরিয়া প্রতিরোধী হিসাবে ব্যবহৃত ওই ওষুধটি। নিউইয়র্কে অন্তত দেড় হাজার রোগীর ওপরে সেই ওষুধ পরীক্ষা করাও চলছে।
যুক্তরাষ্ট্রে কার্যত তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। দেশের পাঁচ লক্ষের বেশি মানুষের করোনা ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের।