মোবাইল থেকেও তো ভাইরাস ঘরে ঢুকে পড়তে পারে করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র পথ হলো সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কোনো কিছু ছুঁলেই সাবান দিয়ে হাত ধোয়া। কিন্তু এর মাধ্যমে কি শতভাগ সুস্থ থাকা যাবে? যে খাদ্যসামগ্রী আমরা কিনছি, টাকার লেনদেন করছি, । এবার এই সমস্যার একটি সমাধান খুঁজে বের করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি (আইআইটি)।

আইআইটির একদল গবেষক এমন একটি যন্ত্র তৈরি করেছেন, যেটি দেখতে অনেকটা বাড়িতে জিনিসপত্র রাখার সাধারণ ট্রাঙ্কের মতো। এটি খুবই কার্যকর বলে জানিয়েছেন এই যন্ত্রটির তৈরির সঙ্গে যুক্ত গবেষকরা।

আইআইটির সিনিয়র সায়েন্টিফিক অফিসার নরেশ রাখা বলেন, এখন অনেকেই গরম পানি দিয়ে সবজি ধুয়ে নেন। কিন্তু এই পদ্ধতি নোট, টাকার ব্যাগ, মোবাইল, ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কিন্তু তাদের তৈরি এই যন্ত্রে এমন সব কিছুই জীবাণুমুক্ত করা যাবে।

এই যন্ত্রে জীবাণু মারার জন্য ‘অতিবেগুনীরশ্মী বিচ্ছুরণ প্রযুক্তি’ ব্যবহার করা হয়েছে। এই ট্রাঙ্কের মতো যন্ত্রটিকে বাড়ির গেটের কাছে রেখে দেওয়া যাবে। ফলে বাইরে থেকে কোনও কিছু নিয়ে ঢোকার আগে যন্ত্রের দ্বারা জীবাণুমুক্ত করে ফেলা সম্ভব। এই যন্ত্রে সবজি, দুধের প্যাকেটসহ যেকোনো জিনিস ঢুকিয়ে জীবাণুমুক্ত করে নেওয়া যাবে।

গবেষক দল জানিয়েছে, কোনো দ্রব্য এতে ৩০ মিনিট রাখার পর বের করে ১০ মিনিট ঠান্ডা করে নিলেই হল। শুধু তাই নয়, এর সব থেকে বড় সুবিধা হল এর খরচ। এটি এতটাই কম খরচে তৈরি করা যাবে যে সাধারণ মানুষের জন্য বাজারে ৫০০ টাকারও কম দামে পাওয়া যাবে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031