শ্রমিকরা বেতন ভাতা পরিশোধ না করে ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীর একটি সোয়েটার কারখানায় বিক্ষোভ মিছিল করেছে । রবিবার সকাল থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার এস আর পি সোয়েটার লি: নামক ওই কারখানাটির মূল ফটকের সামনে এ বিক্ষোভ করেন তারা।
শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে টানা কয়েক সপ্তাহ ছুটি চলছে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী এ কারখানার শ্রমিকদের আজ বেতন দেওয়ার কথা। বেতন নিতে এসে প্রধান ফটকেই ছাঁটায়ের নোটিশ দেখতে পায় শ্রমিকরা। এরপর তাৰক্ষণিক তারা এ বিক্ষোভ করেন।
এ বিষয়ে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) এস আলম জানান, ‘বেতন পরিশোধ করতে কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি। আশাকরি দ্রুত সমাধান হবে।’
তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হননি।