চারদিকে সরকারি চাল নিয়ে চলছে তেলেসমাতি কারবার। জনপ্রতিনিধি, ডিলার গ্রেপ্তারও হয়েছেন। এরইমধ্যে আজ সকালে জামালপুরের নরুন্দি ইউনিয়ন থেকে জব্দ করা হয়েছে প্রায় সাড়ে সাত হাজার কেজি ওএমএস-এর চাল। যে চাল ১০ টাকা কেজি দরে বিক্রি করার কথা। এসব চালের হকদার হলেন গরীব, দুঃস্থ, অসহায় মানুষ। সরকার এসব মানুষের সহায়তায় দ্রুত দেশব্যাপী ওএমএস- এর চাল সরবরাহ করেছেন। আর এ চাল ডিলাররা গরীব, দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিক্রি করবেন। কিন্তু সেই ডিলাররাই তা হকদারদের কাছে বিক্রি না করে বেশি লাভের আশায় বাঁকা পথে বিক্রি করছেন।

জামালপুরের নরুন্দি ইউনিয়নের সেই ডিলারও তা অন্যত্র বিক্রির জন্য গুদামে লুকিয়ে রেখেছিলেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আজ সকালে গিয়ে পুলিশ তা জব্দ করে। এ ব্যাপারে মামলাও হয়েছে। খবরে বলা হয়েছে ওই ডিলার স্থানীয় আওয়ামী লীগ নেতা। কথায় বলে- খাসিয়ত যায়না মলে/ইজ্জত যায়না ধুলে। বিশ্বব্যাপী যখন করোনার কাল থাবা। লাসের সারি। বাংলাদেশে চলছে লকডাউন। অনাহারে আছে বেশিরভাগ দরিদ্র, দিনমজুর পরিবার। এ সময়েও যারা গরীবের হক মেরে মুনাফার চিন্তা করে- তারা কি মানুষ? ছিঃ, লজ্জা হয় তাদের দেখলে। করোনার সঙ্গে যুদ্ধ করছে দেশের প্রতিটি মানুষ। গ্রাম থেকে শহর সর্বত্র একই অবস্থা। হাহাকার চারদিকে। কাজহারা লাখ লাখ শ্রমিক। বন্ধ হয়ে আছে বহু কল কারখানা। দুগ্ধ খামারিদের কান্নায় বাতাস ভারি হচ্ছে। প্রতিদিন শুধু দুগ্ধ খামারিরা লস দিচ্ছে ৬৭ কোটি টাকা। দুধ বিক্রি করতে না পেরে ফেলে দিতে হচ্ছে। পোল্ট্রি খামারিরাও বিপদে। তিন টাকা করেও একটি ডিম বিক্রি করতে পারছেনা। সবকিছু বন্ধ। চোখে অন্ধকার দেখছেন তারা। প্রতিটি খাতেই অন্ধকার। অর্থনীতির চাকা অচল। এ অচলতা বিশ্বজুড়ে। অশনি সংকেত হলো- করোনার পর আসছে ভয়াবহ অর্থনৈতিক মন্দা। প্রতিটি দেশই থাকবে নিজেদের সামলে নিতে ব্যস্ত। গাও গ্রাম থেকে ভাল খবর আসছেনা। মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসী ফোন করছে দেশে। তাদের হাতে টাকা নেই। কেউ কেউ টাকা পাঠানোর অনুরোধ জানাচ্ছে। বলছে, জীবন বাঁচাতে হলে টাকা পাঠান। এসব আলামত ভাল নয়। এরইমধ্যে সরকারের উপর চাপ বাড়ছে অবৈধ প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার। ইতোমধ্যে কোন কোন দেশ থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানেই কিন্তু শেষ নয়। করোনার পর প্রবাসীদের দেশে ফেরার লাইন পরবে। এমনটা আশঙ্কা করা হচ্ছে। এটা হলে হবে ভয়াবহ অবস্থা। এমনিতেই দেশের প্রধান দুটি খাতে তথৈবচ অবস্থা। গার্মেন্ট খাতের চাকা অচল। রেমিটেন্স খাতও স্থবির। সামনের দিন যে কঠিন সময় আসছে যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারে। তবে আশার কথা- বিশ্বায়নের এ যুগে কোন দেশই বসে থাকবেনা। গোটা বিশ্ব সম্মলিত প্রচেষ্টায় কঠিন সময় উৎরে যাওয়ার লড়াইয়ে নামবে। সফলও হবে। এর আগে বর্তমান সময়কে মোকাবিলাই কঠিন। এর উপর যদি সরকারের মহৎ উদ্যোগে শকুনের থাবা পড়ে তাহলে অবস্থা হবে আরো ভয়াবহ। তাই ওএমএস চোর, অনুদান চোরদের এখনই রুখতে হবে। মনে রাখতে হবে ড্রাম ভরা দুধ কিন্তু নষ্ট করে দিতে পারে গরুর এক ফোঁটা ছেনা বা মূত্র।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031