র্যাব জয়পুরহাটে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রায় সাড়ে ২৫ মেট্রিক টন অবৈধ চালসহ গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলকে আটক করেছে । শনিবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ।
আওয়ামী লীগ নেতা আল ইসরাইল জুবেল গোপীনাথপুর গ্রামের মৃত নছির আহম্মেদের ছেলে।
পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন তথ্যে শনিবার সন্ধ্যায় গোপীনাথপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলের গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫.৪৪০ মেট্রিক টন অবৈধ চাল উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে।