লকডাউন ঘোষনা করা হয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে সিলেট জেলাকে। করোনা সংক্রমন প্রতিরোধে এই এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শনিবার বিকেলে সিলেট জেলা প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
নির্দেশনা পত্রে উল্লেখ করা হয়েছে- এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিলেটে প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষনা করা হলো। আঞ্চলিক সড়ক, মহাসড়ক, নৌপথ সহ সকল ক্ষেত্রে কেউ সিলেটের বাইরে কিংবা বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রে এই এই আদেশ বহাল থাকবে। সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে নির্দেশনা উল্লেখ করে জানানো হয়- জরুরী পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ এর আওতার বর্হিভূত থাকবে।