ঢাকা: দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবাইকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে আবারো জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এখন শর্ত দেয়া বা কাদা ছোড়াছুড়ির সময় নয়। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীনদেরই ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
সন্ত্রাস ও জঙ্গিদমনে দাম্ভিকতা বাদ দিয়ে ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘বর্তমানে দেশের মানুষ ভালো নেই। গুলশানে হামলার ঘটনা সমগ্র জাতিকে স্তম্ভিত ও আতঙ্কিত করেছে। এ বিষয়ে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন। তার কথার সুরে সুর মিলিয়ে আমি বলতে চাই, এখন সবচেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন তা হলো ভয়াবহ সন্ত্রাস ও উগ্রবাদকে প্রতিরোধ করার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা উচিত।
তিনি বলেন, ‘খালেদা জিয়া তার বক্তব্য সে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমাদের বিশ্বাস তার এ আহ্বান সমগ্র দেশের মানুষকে আশাবাদী করে তুলেছে। শুধু দেশের মানুষ নয় আন্তর্জাতিক পর্যায়েও তার এ বক্তব্য অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। আমরা আশা করবো সরকার এবং সরকারি দল তারা তাদের দাম্ভিকতা বাদ দিয়ে এবং দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে দেশের স্বার্থে ও বৃহত্তর কল্যাণে তারা এ আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করার ক্ষেত্রে উদ্যোগ নেবে।’
ফখরুল বলেন, সরকারকেই উদ্যোগ নিতে হবে। কারণ, তারা সরকারে রয়েছে। দায়িত্বটা তাদের। আজকে যা কিছু ঘটেছে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব তাদের। ব্যর্থতা ও প্রাণহানির দায়িত্বও তাদের। তাদের ব্যর্থতার কারণেই এ ভয়াবহ অমানবিক ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে যে চেতনা নিয়ে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধ করেছিল; সে একইভাবে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধের সংগ্রামে অংশগ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী,যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।