চট্টগ্রাম : ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক বলেছেন,দেশে গণতন্ত্রের পথ রুদ্ধ হওয়ায় জঙ্গিবাদের উত্থান হচ্ছে। সরকার বিএনপি দমনে ব্যস্ত হওয়ায় প্রকৃত অপরাধীরা এর সুযোগ নিয়েছে।
প্রশাসন মেতে আছে দুর্নীতিতে উল্লেখ করে তিনি বলেন,মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, গণতন্ত্র ও মৌলিক অধিকার হরণ করে সরকার দেশকে এক কতিৃত্ববাদী শাসনে পরিণত করেছে। তিনি বলেন, প্রকৃত অর্থে দেশে আইনের শাসন নেই।
এক ব্যক্তির ইচ্ছায় দেশ পরিচালিত হচ্ছে। স্বৈরতান্ত্রিক কায়দায় রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এই সুযোগে সরকারি আমলারা ও সরকার দলীয় লোকেরা দুর্নীতির মহোৎসবে ব্যস্ত। ডা. শাহাদাত বলেন, সবার আগে দেশ। এই দেশকে বাঁচাতে দলমত নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভূলে গিয়ে সবাইকে এককাতারে আসতে হবে। জঙ্গিবাদের থাবা থেকে উত্তরণে জাতীয় সংলাপের বিকল্পনাই। সরকারকে এর উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন অদ্য সন্ধ্যায় নগরীর ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপি’র সভাপতি এস এম সাইফুল আলম, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী ফাতেমা বাদশা, সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, স্থানীয় বিএনপি নেতা বাদশা মিয়া, মো: মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান ভুলু, মো; সেলিম, মো: আজাদ, মো: তাহের, মো: জাহেদ, মো: আলমগীর, মো: ইব্রাহিম, মো: ইমরান, মো: খোকন প্রমুখ।