ফেসবুক, মেসেঞ্জার, গতবছর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন,ইনস্টগ্রাম এবং হোয়াটসঅ্যাপ একত্রিত করার কাজ চলছে। এরই অংশ হিসেবে নতুন ঘোষণা এলো। শিগগিরই ফেসবুক মেসেঞ্জারে ইনস্টাগ্রামের পোস্ট শেয়ার করা যাবে। ফিচারটি চালু হলে ভিডিও কল করার সময় ইনস্টাগ্রামের পোস্ট শেয়ার করা যাবে।
টেকনোলজি ব্লগার ও প্রযুক্তির খবর আগাম প্রকাশকারী জেন ম্যানচুন ওয়াং টুইটারে এই খবর জানিয়েছেন। তিনি জানান, ফেসবুক তাদের মেসেঞ্জারে ইনস্টাগ্রামের পোস্ট শেয়ার দেয়ার অপশন চালু করতে যাচ্ছে। যদিও আগে থেকেই ফেসবুকে ইনস্টাগ্রামের পোস্ট শেয়ার করার ফিচার চালু রয়েছে। এবার এই ফিচার মেসেঞ্জারেও চালু হচ্ছে।
নতুন ফিচারের আওতায় মেসেঞ্জারে ‘শেয়ার ইনস্টাগ্রাম পোস্ট’ নামে একটি অপশন চালু হবে। যেটা গ্রুপ ভিডিও কলে শেয়ার করে বন্ধুদের দেখানো যাবে।
এদিকে ফেসবুক সম্প্রতি ঘোষণা দিয়েছে ব্যবহারকারীরা এখন থেকে ডেক্সটপ কম্পিউটার ও ল্যাপটপে মেসেঞ্জার ইনস্টল করে আলাদাভাবে ব্যবহার করতে পারবে।