চট্টগ্রাম : জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে প্রান্তিক পরিবহন সার্ভিসের এক ম্যানেজার কারাদণ্ড দিয়েছে।
সোমবার নগরীর পুরাতন রেলভবন সংলগ্ন বিআরটিসি বাস কাউন্টার এলাকায় মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলাপ্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।এসময় প্রান্তিক পরিবহনের ম্যানেজার মোঃ সোহাগকে দশ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায় উক্ত প্রতিষ্ঠানটি নির্ধারিত ৩০০ টাকা ভাড়ার বিপরীতে যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা ভাড়া আদায় করছিল।