ঢাকা : জাপান ও ইতালি দূতাবাস এবং জাইকার ছয় কর্মকর্তা রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁ পরিদর্শন করেছেন।
সোমবার সকালে তারা সন্ত্রাসী হামলার ওই ঘটনাস্থল পরিদর্শন করেন।
জাপান দূতাবাসের দুইজন, ইতালি দূতাবাসের দুইজন এবং জাইকার দুই প্রতিনিধি ছিল ওই পরিদর্শন টিমে।
ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।
সেখান থেকে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার এবং ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক।