শবে বরাত আগামী ৯ এপ্রিল । সেদিন বাড়ির বাইরে গিয়ে নয়, কোনও খারাপ কিছু থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করুন ঘর থেকেই। চালু লকডাউনের বিধি মেনে বাড়ির মধ্যে থেকে মুসলিমদের কাছে আবেদন জানিয়েছেন নাখোদা মসজিদ, ফুরফুরা শরিফ-সহ ইসলাম ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। বারিয়াল বোর্ডের পক্ষ থেকেও ওইদিন রাতে সমস্ত কবরস্থান বন্ধ রাখার আরজি জানানো হয়েছে। সাধারণত ঐদিনে মুসলিমরা খারাপ কিছু থেকে নিষ্কৃতি চেয়ে মসজিদ ও কবরস্থানে গিয়ে প্রার্থনা করেন। নাখোদা মসজিদের ট্রাস্টি নাসের ইব্রাহিম একটি নোটিসের মাধ্যমে সকলের কাছে আবেদন জানিয়ে বলেছেন, করোনা মোকাবিলায় আমাদের সকলকে ভীষণ সতর্ক থাকতে হবে। শবে বরাতে বাড়িতেই নামাজ পড়ুন, পবিত্র কোরআন পাঠ করুন। ওই রাতে কোনও ভাবেই বাইরে বেরোবেন না।

কবরস্থানে ভিড় করবেন না। লকডাউন বিধি মেনে রীতি পালনের ডাক দিয়েছেন ফুরফুরা শরিফের ত্বহা সিদ্দিকি। তিনি বলেছেন, ওই রাতে কেউ ফুরফুরা দরবার শরিফে আসবেন না। বাড়ি থেকে প্রার্থনা করুন। রেড রোডে ঈদের নামাজের ইমাম কারী ফজলুর রহমান জানিয়েছেন, লকডাউনের পর থেকে বাড়িতেই নামাজ পড়ছি। শবে বরাতের রাতেও তাই করব। আপনারাও বাড়িতে নামাজ পড়ুন। ধর্মীয় নেতাদের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইসারত আলি মোল্লাও বলেছেন, এখন লকডাউন চলছে। সকলকে বিধি মেনে ওই রাতে বাড়িতে থেকেই প্রার্থনা করার আবেদন করছি।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031