ঢাকা :ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা এবং সর্বশেষ টুইট বার্তায় আগামী ২০ জুলাই রাজধানীর যমুনা ফিউচার পার্কে জঙ্গি হামলার ঘোষণা দিয়ে টুইট বার্তার পর নড়েচড়ে বসেছে ।অনলাইনে উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এ সমস্ত তথ্য ডিএমপিকে জানানোর অনুরোধ জানিয়ে সোমবার ডিএমপির ফেসবুক পেজে একটি পোষ্ট দেয়া হয়। ঢাকাটাইমসের পাঠকদের সামনে ডিএমপির এ পোষ্টটি তুলে ধরা হল
সুপ্রিয় সুহৃদ,
শুভেচ্ছা জানবেন। রাষ্ট্র ও জনগনের জন্য হুমকি স্বরূপ terrorism বিষয়ে যে কোন ধরণের সন্দেহজনক ও উস্কানিমূলক অনলাইন কর্মকাণ্ড, Social media তে কোন সন্দেহজনক পোস্ট, আইডি ,লিঙ্ক বা cyber terrorism সংক্রান্ত যে কোন ধরণের Threat জানলে ও এ সংক্রান্ত কোন information থাকলে সাথে সাথে e-mail করুন cyberunit@dmp.gov.bd এই ঠিকানায়।