ঢাকা : অভিনেতা নাঈমের সাথে জুটি হয়ে অভিনয় করেছেন দুই বোন। আজমেরী হক আশা ও পিয়া বিপাশা দুজন সম্পর্কে বোন। শোবিজে জনপ্রিয়তার সাথেই কাজ করছেন এই দুই তারকা। এবার ঈদে একটি নাটকে একসাথে দুজনকে অভিনয় করতে দেখা যাবে।
শরাফ আহমেদ জীবনের রচনা ও পরিচালনায় ‘ভানুমতির খেইল’ শিরোনামের নাটকটিতে একটু ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে তাদের। প্রাণ লাচ্ছি নিবেদিত বিরতিহীন নাটকটি ঈদের দিন রাত ১১টায় আরটিভিতে প্রচার হবে। এতে আরো অভিনয় করেছেন মনোজ কুমার, কচি খন্দকার প্রমুখ।
শরাফ আহমেদ জীবন বলেন, ‘বিজ্ঞাপন নির্মাণ নিয়েই আমার যতো ব্যস্ততা। তারপরও বিশেষ দিবসে ভিন্ন টাইপের গল্প নিয়ে নাটক নির্মাণ করে থাকি। সে ধারাবাহিকতায় ঈদে ‘ভানুমতির খেইল’ নির্মাণ করেছি। নাটকটির গল্প একটু ভিন্নভাবে বলার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’