চট্টগ্রাম :অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে দেশের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।দেশ আজ কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ ক্রান্তিকালে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। কঠিন মুহূর্তে জাতির বিবেক খ্যাত সাংবাদিকেরা সঠিক পথ দেখাতে পারেন জাতিকে। সবকিছুর ঊর্দ্ধে দেশকে অগ্রাধিকার দিতে হবে।
রবিবার বোয়ালখালী অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ঢাকাটাইমস প্রতিনিধি সাংবাদিক এম. ইউছুপ রেজার সভাপতিত্বে ও বিএনএ নিউজ প্রতিনিধি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান মুজিব।
বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক জহুরুল ইসলাম জহুর, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের স্টাফ রিপোর্টার মামুনুল হক চৌধুরী, যুবনেতা খোরশেদ আলম মিল্টন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা এস.এম.বোরহান উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.জাহাঙ্গীর রেজা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিএনএন বাংলাদেশ প্রতিনিধি মুদসুদ্দি দিলু বড়–য়া, বিডি২৪ লাইভ.কম প্রতিনিধি মোহাম্মদ জাবেদ হোসেন, চিটাগাং টুডে প্রতিনিধি সবুজ অরণ্য, চট্টগ্রাম নিউজ প্রতিনিধি বিকাশ নাথ, জনতার কণ্ঠ প্রতিনিধি নাসরিন সুলতানা, মুক্তবাণী প্রতিনিধি এম.তাজুল ইসলাম মানিক, চাটগার সংবাদ প্রতিনিধি প্রভাস চক্রবর্তী, আরিফুল হোসাইন প্রমুখ।