সৌদি আরব বিশ্ব বাজারে তেলের দাম নির্ধারণে তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলোর মধ্যে জরুরি বৈঠক ডেকেছে । সৌদি নিউজ এজেন্সি জানিয়েছে, এই নজিরবিহীন অবস্থায় বিশ্ব অর্থনীতিকে সাহায্য করতে ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুরোধেই তেলের দাম নিয়ে বসতে চায় সৌদি আরব। সৌদির এ ঘোষণার পর দ্রুতই প্রভাব দেখা যায় তেলের বাজারে। বিশ্বজুরে ব্রেন্ট ক্রুডের মূল্য বৃদ্ধি পায় ২০ শতাংশ।
করোনা ভাইরাসের কারনে বিশ্বজুরে কমে গেছে তেলের চাহিদা। ফলে অপরিশোধিত তেলের বাজারে দেখা দিয়েছে নাটকীয় পরিবর্তন।
গত মাসে ভিয়েনাতে ওপেকের সর্বশেষ বৈঠকে সৌদি আরব তেলের উৎপাদন হ্রাসের প্রস্তাব তুলেছিল। তবে রাশিয়া সে বৈঠকে যোগ দেয়নি।
সৌদির সাম্প্রতিক ঘোষণার পর এ নিয়ে মন্তব্য করেছেন তেলের বৈশ্বিক বাজার বিশেষজ্ঞ ড্যানিয়েল ইয়েরগিন। তিনি বলেন, এ থেকে বোঝা যায় গত এক মাসে বিশ্বজুড়ে তেলের বাজারে কত বড় পরিপর্তন এসেছে।
সৌদি আরবের ঘোষণার পর এ নিয়ে টুইট করেন মার্কিন
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে তিনি বলেন, আমি মাত্রই আমার বন্ধু ক্রাউন
প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছি। তিনি নিজেও রাশিয়ার
প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন। আমি এখন আশা করছি যে, তারা তেলের
উৎপাদন ১০ মিলিয়ন ব্যারেল কমাতে একমত হবে। এটি হলে তা বিশ্বের তেল ও গ্যাস
শিল্পের জন্য বড় বিষয় হবে।
তবে সৌদি আরব বলছে, তারা এখনি উৎপাদন কমানোর বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছে না। কবে এই বৈঠক অনুষ্ঠিত হবে তাও এখনো ঠিক করা হয়নি।