প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন। রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী এ নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি জানান, করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ও তা উত্তরণের জন্য প্রণোদনার বিষয়ে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, মুখ্য সচিব আহমেদ কায়কাউস, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে নিয়ে গণভবনে বৈঠকে কিছু সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আগামী রোববার সকাল দশটায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তিনি।
এদিকে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা দিয়েছেন বলে তার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |