চট্টগ্রাম :৯ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে নগর পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় গ্রেফতার করা হয়েছে ৩৮ জন আসামী।
চট্টগ্রাম নগর পুলিশের সদরদফতর সূত্র জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযান শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়।
এ সময় নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে সর্বমোট ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের পাশাপাশি আকবরশাহ থানা পুলিশ ইয়াবা পাচারে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা রুজু করা হয়েছে।