১০০ বোতল ফেনসিডিল ও ৭৩ হাজার ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে । বৃহস্পতিবার সকালে বাসুদেবপুর বিওপির বিজিবি সদস্যরা মহাড়াপাড়া মাঠ থেকে এগুলো উদ্ধার করে।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকালে চার-পাঁচজন চোরাকারবারি ভারত থেকে ফেনসিডিল ও ট্যাবলেটের একটি চালান মহাড়াপাড়া মাঠ দিয়ে দেশের অন্যত্র পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়ার নের্তৃত্বে তাদের আটকের চেষ্টা করা হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। এরপর ওই বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ৬৬ হাজার পিস নিউসিপ ট্যাবলেট ও সাত হাজার ৯০০ পিস কপিমল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের দাম প্রায় ২৫ লাখ ৬৪ হাজার টাকা বলে জানায় বিজিবি।