চট্টগ্রাম :২৬০০ বোতল ফেন্সিডিল এবং ২টি প্রাইভেটকার সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব নগরীর বন্দর এবং চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকায় পৃথক অভিযানে ।
উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা বলে জানানো হয়।
শনিবার(২ জুলাই) গভীর রাতে প্রাইভেট কারসহ ফেন্সিডিল গুলো উদ্ধার করে র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০২ জুলাই রাতে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলী রোডস্থ উমেদ আলী সারেং বাড়ীর সম্মুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে গাড়িটি (ঢাকা মেট্রো গ-১১-০৫২৯) আটক পূর্বক তল্লাশী করে ১২০০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল, ৪টি সিমসহ আসামী মো সাইফুল ইসলাম (২৭), মো. খলিলুর রহমানকে (৩৯) গ্রেফতার করা হয় ।
অপর একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, আরো একটি ফেন্সিডিলবাহী প্রাইভেট কার কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে।
পরবর্তীতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ফৌজদারহাট বে ভিউ ফিলিং স্টেশনের সম্মুখে রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে গাড়ীটি (ঢাকা মেট্রো গ-১১-৭৭২০) তল্লাশী করে ১৪০০ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ১টি সিমসহ আসামী মো মনির হোসেন (২১)গ্রেফতার করা হয়।