ঢাকা : সোমবার সকালে আর্মি স্টেডিয়ামে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তরাঁয় ভয়াবহ জঙ্গিহামলায় নিহত বিদেশিদের কফিনে শ্রদ্ধা জানাবে বিএনপি। সেখানে নিহত বিদেশি নাগরিকদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তরাঁয় ভয়াবহ জঙ্গিহামলায় ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানি, ১ জন ভারতীয়, ১ জন আমেরিকান ও ৩ জন বাংলাদেশি নাগরিক নিহত হন। এছাড়া হামলায় দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৫ সন্ত্রাসীও নিহত হয়।