অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে ভয়াবহ অবস্থা বিরাজ করায় ৬০ টি পত্রিকার ছাপার সংস্করণ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার মিডিয়া গ্রুপ নিউজ করপোরেশন বলেছে, তারা ছাপার সংস্করণ বন্ধ করলেও অনলাইন সচল থাকবে। অনলাইন বিবিসি এ খবর দিলেও কোন কোন পত্রিকার ছাপা বন্ধ হয়েছে সে বিষয়ে কোনো তালিকা প্রকাশ করে নি। তাৎক্ষণিক রিপোর্টে বলা হয়েছে এসব কথা। নিউজ করপোরেশন অস্ট্রেলিয়ার প্রধান মাইকেল মিলার বলেছেন, এই সিদ্ধান্ত আমরা হালকাভাবে নিই নি। তিনি এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, এমনিতেই মিডিয়া খাত বড় সমস্যার মধ্যে পড়েছে। পত্রিকা বিলিতে সমস্যা দেখা দিয়েছে। তা ছাড়া বিজ্ঞাপনে ধস নেমেছে। ফলে এ শিল্প আরো একটি বড় আঘাতে পড়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |