জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে থাকায় রাজধানী ঢাকার ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করার আহ্বান ।মঙ্গলবার দুপুরে বনানীর নিজ কার্যালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, এই মুহূর্তে বস্তিবাসীরা চরম কষ্টে আছেন। বস্তিবাসীরা দিন আনে দিন খায়। তারাও কিন্তু ভাড়া দিয়েই বস্তিতে থাকেন। বাড়ির মালিকদের আহ্বান জানাবো, তারা যেন অন্তত এক মাসের বাড়িভাড়া মওকুফ করেন। এতে আপনাদের হয়তো কিছু কষ্ট হবে। পৃথিবীর এই দুর্যোগে আপনারা অন্তত এই বিষয়টি মেনে নিন। আপনাদের এমন সিদ্ধান্তে খেটে খাওয়া মানুষের অনেক উপকার হবে বলে আশা করি।।