ঢাকা : যৌথ অভিযান শুরু আগেই জঙ্গিরা ২০ জনকে হত্যা করেছে বলে রাজধানীর গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- (আইএসপিআর)। পরে যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে ছয় জঙ্গিকে নির্মূল করা হয়েছে বলে জানানো হয়।
শনিবার দুপুরে সেনা সদর দপ্তরে মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, সকাল আটটা ৪০ মিনিটে ‘থান্ডার বোল্ড’ অপারেশন শুরু হয়। সাত থেকে আট মিনিটের অভিযানে আমরা ছয় জঙ্গিকে নির্মূল করেছি। এছাড়া একজনকে আটক করতে সক্ষম হয়েছি।
অভিযানের সময় একজন জাপানি ও দুইজন শ্রীলঙ্কানসহ মোট ১৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে আশফাক চৌধুরী জানান। অভিযানে অংশ নেয়া কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
নৌ, বিমান, র্যাব, ফায়ার সার্ভিস, গোয়েন্দা, বিজিবি সদস্যদের সার্বিক সহযোগিতায় অভিযান সফল হওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান।