পুলিশ করোনাভাইরাস সম্পর্কে ফেসবুকে আপত্তিজনক পোস্ট দেয়ায় পাবনার ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম (৩২) কে গ্রেপ্তার করেছে । সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালাম উপজেলার মশুরিয়াপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, যুবলীগ নেতা আব্দুস সালাম তার ফেসবুক পেজে করোনাভাইরাস সম্পর্কে বিদেশীদের নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্য পোস্ট করেন।
এমন অভিযোগ পেয়ে সোমবার রাতে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের পর আব্দুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।