অপু নামে এক বাংলাদেশি ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন ইতালির মিলানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে । স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে মিলানের একটি হাসপাতালে তিনি মারা যান।
তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে মিলান শহরে বসবাস করে আসছিলেন। তিনি এই শহরেই ফুলের ব্যবসা করতেন।
ব্যবসায়ী অপুর মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মিলান কনস্যুলেট জেনারেল ইকবাল আহম্মেদ এবং মিলান কেন্দ্রীয় মসজিদের ইমাম এ খবর নিশ্চিত করেন।
প্রসঙ্গত, মিলান শহরে করোনায় আক্রান্ত হয়ে তাকেসহ দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।