ঢাকা :`অস্ত্রধারীদের ছয়জন মারা গেছে, একজনকে ধরতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুলশানে হোটেলে হামলাকারীদের কোনো ধর্ম নেই। এরা মুসলমান নয়। সন্ত্রাসই তাদের ধর্ম। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চার লেন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঘটনাটিকে জঙ্গি হামলা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, `অস্ত্রধারীদের ছয়জন মারা গেছে, একজনকে ধরতে পেরেছি।১৩ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি, কয়েকজন মারা গেছে। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ইশার আজান দিয়েছে। তারা যাবে নামাজ পড়তে। কিন্তু তারা গেল খুন করতে। হত্যাকারীরা নিজেরাও বাঁচতে পারেনি। তাদের পরিবার কী পেল? যাক হামলাকারীদের আমরা কতল করতে পেরেছি।’
বাংলাদেশে এই ধরনের ঘটনা এটাই প্রথম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন বাংলাদেশে না ঘটে সেটা আমরা চাই। যেখানে এই ধরনের অপরাধীরা থাকবে সেখানে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘দেশের মানুষ যদি রুখে দাঁড়ায় তাহলে দেশে সন্ত্রাস জঙ্গিবাদের ঠাঁই হবে না।’