ঢাকা : আজ রাতে মাঠে নামছে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ।
সাকিব ২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে প্রথমবার মাঠে নামেন।
২০১৪ সালে একই দলের হয়ে মাঠে নামার জন্য রওনা দিলেও ইংল্যান্ডে যাত্রা বিরতির সময়ই অনাপত্তিপত্র সংক্রান্ত বিষয়ে বিসিবি দেশে ডেকে আনে সাকিবকে। বিসিবির নিষেধাজ্ঞায় খেলা হয়নি সে বছর। গত বছরও আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে খেলা হয়নি তার। ওইবার খেলার কথা ছিল সেন্ট লুসিয়া জুকসে।
দেখে নিন সাকিবের সব ম্যাচের সূচি:
২ রা জুলাই জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট কিটস- রাত ১০ টা
৫ ই জুলাই জ্যামাইকা তালাওয়াহস বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৫ টা
৮ ই জুলাই জ্যামাইকা তালাওয়াহস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৫ টা
১২ ই জুলাই জ্যামাইকা তালাওয়াহস বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬ টা।
১৬ ই জুলাই জ্যামাইকা তালাওয়াহস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৬ টা।
১৭ ই জুলাই জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট কিটস- ভোর ৪ টা।
১৯ শে জুলাই জ্যামাইকা তালাওয়াহস বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৬ টা।
২১ শে জুলাই জ্যামাইকা তালাওয়াহস বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬ টা।
৩০ শে জুলাই জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ১০ টা।
১লা আগস্ট জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ২ টা।
*উপরের সকল তারিখ ও সময় বাংলাদেশ সময় অনুযায়ী।