ঢাকা :শনিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মান্নাননগরে ৮নং ব্রিজ এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৮ জন আহত হয়েছে।
নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে নুরুল ইসলাম (১৮) ও একই জেলার বাতচর গামের শোয়েবুর রহমানের ছেলে জামাল (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাজিব হোসেন জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ট্রাকটি নাটোরের দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি মান্নাননগরের ৮নং ব্রিজ এলাকায় পৌঁছলে ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যায় এবং ৮ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।