ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানের হোটেলে জিম্মি সংকট কাটাতে অভিযান চলাকালে শুক্রবার রাতে বাধ্য হয়ে টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করতে হয়েছে বলে জানিয়েছেন। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চার লেন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টেলিভিশন সম্প্রচারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘টেলিভিশনগুলো সব সম্প্রচার করছিল। বলা হচ্ছে র্যাব অভিযান চালাবে। র্যাব কোথায় কাপড় পরছে, কোথায় দাঁড়াচ্ছে সব দেখাচ্ছে। বিজিবির ঘটনায় যখন অভিযান চলেছে তখনও এই অবস্থা দেখেছি। কেন তারা বোঝে না, তারা যে এসব দেখাচ্ছে অপরাধীরাও তো সব দেখছে। তারাও তো সতর্ক হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ছিলাম ওখানকার ইন্টারনেট, ভাইবার বন্ধ করতে হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকাতে এই ধরনের হামলার ঘটনায় কদিন আগে ৩০ জন মারা গেল। একটি লাশের ছবিও তারা মিডিয়াতে দেখায়নি। আর আমাদের দেশে ছবি দেখানোর জন্য কমপিটিশন পড়ে যায়।’
টেলিভিশনের মালিকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘কাল কারা কী করেছে সবই আমি জানি। এই প্রাইভেট টেলিভিশনের লাইসেন্স আমরা দেয়া। দিতেও যেমন পারি, নিতেও পারি। এটা ছেলে খেলা নয়। সবাইকে আরও সতর্ক হতে হবে।’ তিনি বলেন, ‘টেলিভিশনগুলো জনসাধারণের সচেতনতা বাড়াতে প্রচারণা চালাতে পারে। যেন তরুণ সমাজ বিপথগামী না হয়।’